খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৬৮ শিক্ষক শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

আলপার ডগার (এডি) “সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৪” এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সর্বমোট ৬৮ জন গবেষক জায়গা করে নিয়েছেন। র‍্যাংকিংয়ে সারা বিশ্বের ২২ হাজার ৭৭৪টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ লাখ ৪৩ হাজার ৯১ জন বিজ্ঞানী ও গবেষক আছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের অফিসিয়াল ওয়েব পেজে এই তালিকা প্রকাশিত হয়।

তালিকায় দেখা যায়, এ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীপংকর কুমার।

তিনি গাণিতিক বিজ্ঞান বিষয়ে গবেষণা করে বশেমুরবিপ্রবিতে প্রথম, বাংলাদেশে ২৯৭তম, এশিয়া মহাদেশের মধ্যে ৫৮ হাজার ৮১৫.

বশেমুরবিপ্রবিতে গবেষকদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন জাহিদুল ইসলাম শুভ (বাংলাদেশে ৩৪৬তম)। ৩য় অবস্থানে আছেন মিলন মন্ডল (বাংলাদেশে ১০২৫ তম)।

‘আলপার ডজার সায়েন্টিফিক ইনডেক্স’ এমন একটি জরিপ যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের গবেষকদের অ্যাকাডেমিক প্রকাশনায় তাদের কর্মদক্ষতাকে স্থান দেওয়া হয়। বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ছয় বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয় এই র‍্যাংকিংয়ে।

এবারে সেরা বিজ্ঞানী ও গবেষকের তালিকায় সারা বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এইচ জে কিম। একক বিশ্ববিদ্যালয় হতে সর্বাধিক সংখ্যক গবেষক হিসেবে উক্ত তালিকায় প্রথম স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

এশিয়া মহাদেশ থেকে ৪ লাখ ৩৬ হাজার ২১৭ জন। বাংলাদেশ থেকে ১০ হাজার ৩৩ জন বিজ্ঞানী ও গবেষক আছেন এবারের জরিপে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬৬৫ জন এ তালিকায় স্থান করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যেখান থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৩ জন। এরপরই ৪৮৩ জন বিজ্ঞানী ও গবেষক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!