“বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ” এর ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ ও ভারত সহ সারা বিশ্বের বাংলা ভাষা-ভাষী মানুষের আত্মিক ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘাটানো এবং বাংলা ভাষা ও সংস্কৃতির অধিক প্রসার ও চর্চার লক্ষ্যে বুধবার (৫ জুন) আব্বাসউদ্দীন একাডেমি কার্যালয়ে খুলনার বিশিষ্ট সংস্কৃতি ও সমাজ কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এটি খুলনা বিভাগীয় কমিটি হিসাবে কাজ করবে।
নতুন এ কমিটি সভাপতি কামরুল ইসলাম বাবলু, সহ- সভাপতি উজ্জল ঘোষ, মাহবুবুর রহমান মুন্না, উম্মে কুলসুম পলি, সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, সহ- সাধারণ সম্পাদক সালমানুল মেহেদী মুকুট, সাংগঠনিক সম্পাদক এস কে উৎপল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক রাফিউল ইসলাম রিফাত আকাশ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোসাদ্দেদ আলী অপু, সহ- প্রচার সম্পাদক মো. আনিসুজ্জামান রুবেল, স্যোসাল মিডিয়া বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার মল্লিক, সহ স্যোসাল মিডিয়া বিষয়ক সম্পাদক প্রিতিশ কুমার মন্ডল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুবেল সরকার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মুনিয়া আলম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মাফুজা খানম লিজা, কার্যনির্বাহী সদস্য তুলসী সাহা, আশরাফুল আলম রনি,বাবলু বিশ্বাস, ফাতেমা তুজ জোহরা টুম্পা, দিপ্তী মন্ডল, প্রবীর বিশ্বাস, রাকিব খান, পল্লবী পাল নুপুর ওশারমীন সুবাহ।
সভায় জানানো হয়,পর্যায়ক্রমে খুলনা বিভাগের অন্য সকল জেলায় কমিটি গঠন করা হলে প্রত্যেক জেলার সভপতি ও সাধারণ সম্পাদকগন এই কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবে।
খুলনা গেজেট/এএজে