খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

বিশ্বমানের উচ্চগতি সম্পন্ন নতুন গাড়ী কেএমপি’তে

নিজস্ব প্রতিবেদক

আয়তন বৃদ্ধির পর প্রথমবারের মতো উচ্চগতি সম্পন্ন আন্তর্জাতিকমানের গাড়ী পেল খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। চারটি নতুন পুলিশ সিডান এবং দু’টি নতুন মাইক্রো-বাস কিনেছে সংস্থাটি। বিভাগীয় শহর খুলনা মহানগরীর আটটি থানা এলাকায় অপরাধ দমন, নিয়মিত টহল, জরুরি ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে দ্রুতগতির এ যানগুলোতে নতুনমাত্রা যোগ হবে কেএমপি’র। রূপসা থেকে পথেরবাজার দূরত্বের মধ্যেও দ্রুততম সময়ে পুলিশ প্রতিক্রিয়া নিশ্চিত করতে পারবে।

সূত্রমতে, পুলিশের জন্য প্রয়োজনীয় সকল প্রকারের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এই গাড়িগুলো-১৫০০সিসি টয়োটা এক্সিয়োস এবং মাইক্রো বাস সম্প্রতি খুলনা শহরে চালু হয়েছে।

কেএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, আমরা এই যানবাহনগুলো শহরের বিভিন্ন এলাকায় টহল দেয়ার জন্য ব্যবহার করছি। পাশাপাশি যে কোনও সময় আমাদের কাছ থেকে সহায়তা চাইলে পুলিশি পরিষেবা নিশ্চিত করতে আমরা এই যানগুলিও ব্যবহার করছি।

তিনি আরও জানান, কেএমপি’র কার্যকারিতা আপডেট করার এবং পরিষেবাগুলো মানুষের দ্বারে পৌঁছে দেয়ার অংশ হিসাবে নিজস্ব উদ্যোগে গাড়িগুলো সাজানো হয়েছে। কেএমপি সদর দপ্তরে দ্রুত প্রতিক্রিয়াশীল টীমগুলো যানবাহন পরিচালনা করছে। তারা চব্বিশ ঘন্টা ডিউটিতে থাকে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!