গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়। এ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্ততঃ দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাতে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটা মামলা দায়ের করেন। দু’দিন ধরে সড়ক অবস্থান কর্মসূচী পালন করে আসছে শিক্ষার্থীরা।