খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বিশ্বকাপের সুপার টুয়েলভের চূড়ান্ত সূচি

ক্রীড়া প্রতিবেদক

প্রথম রাউন্ডের খেলা শেষে চূড়ান্ত হল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েলভের সূচি। সুপার টুয়েলভে সরাসরি কোয়ালিফাই করা ৮টি দলের সাথে লড়বে প্রথম পর্ব থেকে উঠে আসা ৪টি দল। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা ও রানার-আপ হয়ে নামিবিয়া উঠেছে সুপার টুয়েলভে। ফলে শ্রীলঙ্কা ‘গ্রুপ ওয়ান’ এ এবং নামিবিয়া ‘গ্রুপ টু’তে খেলবে। ‘বি’ গ্রুপ থেকে স্কটল্যান্ড চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার-আপ হয়ে সুপার টুয়েলভে উঠেছে, যেখানে স্কটল্যান্ড ‘গ্রুপ টু’তে এবং বাংলাদেশ ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।

‘গ্রুপ ওয়ান’ এ শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ‘গ্রুপ টু’তে স্কটল্যান্ড ও নামিবিয়া ছাড়াও আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

সুপার টুয়েলভের খেলা মাঠে গড়াবে ২৩ অক্টোবর থেকে। উদ্বোধনী দিনে প্রথম খেলার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, যে ম্যাচের ভেন্যু আবুধাবি। দিনের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে ইংল্যান্ড লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৪ অক্টোবর শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সুপার টুয়েলভ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

একনজরে সুপার টুয়েলভের দুই গ্রুপ :

গ্রুপ এ  : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ

গ্রুপ বি : ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও নামিবিয়া।

একনজরে সুপার টুয়েলভের সূচি 

তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা আবুধাবি বিকাল ৪টা
২৩ অক্টোবর ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দুবাই রাত ৮টা
২৪ অক্টোবর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শারজা বিকাল ৪টা
২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান দুবাই রাত ৮টা
২৫ অক্টোবর আফগানিস্তান বনাম স্কটল্যান্ড শারজা রাত ৮টা
২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দুবাই বিকাল ৪টা
২৬ অক্টোবর পাকিস্তান বনাম নিউজিল্যান্ড শারজা রাত ৮টা
২৭ অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড আবুধাবি বিকাল ৪টা
২৭ অক্টোবর স্কটল্যান্ড বনাম নামিবিয়া আবুধাবি রাত ৮টা
২৮ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা দুবাই বিকাল ৪টা
২৯ অক্টোবর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ শারজা বিকাল ৪টা
২৯ অক্টোবর আফগানিস্তান বনাম পাকিস্তান দুবাই রাত ৮টা
৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা শারজা বিকাল ৪টা
৩০ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দুবাই রাত ৮টা
৩১ অক্টোবর আফগানিস্তান বনাম নামিবিয়া আবুধাবি বিকাল ৪টা
৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড দুবাই রাত ৮টা
১ নভেম্বর শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড শারজা রাত ৮টা
২ নভেম্বর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা আবুধাবি বিকাল ৪টা
২ নভেম্বর পাকিস্তান বনাম নামিবিয়া আবুধাবি রাত ৮টা
৩ নভেম্বর নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড দুবাই বিকাল ৪টা
৩ নভেম্বর আফগানিস্তান বনাম ভারত আবুধাবি রাত ৮টা
৪ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দুবাই বিকাল ৪টা
৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা আবুধাবি রাত ৮টা
৫ নভেম্বর নিউজিল্যান্ড বনাম নামিবিয়া শারজা বিকাল ৪টা
৫ নভেম্বর ভারত বনাম স্কটল্যান্ড দুবাই রাত ৮টা
৬ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ আবুধাবি বিকাল ৪টা
৬ নভেম্বর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা শারজা রাত ৮টা
৭ নভেম্বর আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড আবুধাবি বিকাল ৪টা
৭ নভেম্বর পাকিস্তান বনাম স্কটল্যান্ড শারজা রাত ৮টা
৮ নভেম্বর ভারত বনাম নামিবিয়া দুবাই রাত ৮টা

খুলনা গেজেট/ এস আই /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!