দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, বুমরাহকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলা হয়েছে।। নির্বাচকরা দ্রুত তাঁর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন। মোহাম্মদ সিরাজ এই জায়গায় খেলতে পারেন।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই জানিয়েছে, পিঠে চোটের কারণে বাদ পড়েছেন তিনি।
ইনজুরি কাটিয়ে দুই মাস পর ফিরে বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ভারতীয় দলের ফিজিও বিসিসিআইকে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য তাঁকে বিবেচনা করা যাবে না।
এই চোটের কারণে বুমরাহকে ছয় সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে। সাধারণত পিঠের চোট সারতে চার সপ্তাহ লাগে। বিশ্বকাপে ভারত প্রথম খেলবে ২৩ অক্টোবর।
অবশ্য বিসিসিআই বা টিম ম্যানেজমেন্ট বুমরাহর ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি শুক্রবার এনসিএতে রিপোর্ট করবেন। সেখানে তাঁর চিকিৎসা শুরু হবে।
বুমরাহকে এর আগেও পিঠে স্ট্রেস ফ্র্যাকচার মোকাবিলা করতে হয়েছিল।
খুলনা গেজেট/এসজেড