খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

বিশ্বকাপে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ, সূচি ও প্রতিপক্ষ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। অবশ্য মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সু্যোগ পাচ্ছে সাকিব আল হাসানরা। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রস্তুতি মূলক দুই ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালান বোর্ডার মাঠে। ঠিক পরের দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল ১৯ অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।

বাংলাদেশ দলের মতোই প্রতিটি দলের জন্য থাকছে দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচ। প্রস্তুতি ম্যাচগুলোতে গ্যালারিতে থাকবে না কোনও দর্শক। তবে গ্যাবায় চার প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস।

শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে ১৬ অক্টোবর মূল পর্ব শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, প্রতিপক্ষ প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। যেখানে আছে নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

একনজরে ১৬ দলের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু
১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বনাম আমিরাত জাংশন ওভাল
১০ অক্টোবর স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস জাংশন ওভাল
১০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম নামিবিয়া এমসিজি
১১ অক্টোবর নামিবিয়া বনাম আয়ারল্যান্ড এমসিজি
১২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস এমসিজি
১৩ অক্টোবর জিম্বাবুয়ে বনাম নামিবিয়া জাংশন ওভাল
১৩ অক্টোবর শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড জাংশন ওভাল
১৩ অক্টোবর স্কটল্যান্ড বনাম আমিরাত এমসিজি
১৭ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম ভারত গ্যাবা
১৭ অক্টোবর নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর ইংল্যান্ড বনাম পাকিস্তান গ্যাবা
১৭ অক্টোবর আফগানিস্তান বনাম বাংলাদেশ অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর আফগানিস্তান বনাম পাকিস্তান গ্যাবা
১৯ অক্টোবর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর নিউজিল্যান্ড বনাম ভারত গ্যাবা

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!