বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে বাংলাদেশ। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
লঙ্কান শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল। তার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন পেরেরা। দুর্দান্ত ডাইভে ক্যাচটি লুফে নেন মুশফিক। চার রানে ফিরে যান কুশল পেরেরা। এক উইকেট হারিয়ে এখন নিশাঙ্কা-মেন্ডিসে প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কা। তবে মেন্ডিসকে ফিরিয়ে এই প্রতিরোধ ভাঙেন সাকিব। তার বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে শরীফুলের তালুবন্দী হন মেন্ডিস। ৩০ বল খেলে ১৯ রান করেন তিনি।
১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৬ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ক্রিজে ৬ রানে সামারাবিক্রমা ও সঙ্গে আছেন ৩ রান করা আসালাঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ। দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা দলে এসেছেন। দুশমন হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।
খুলনা গেজেট/ টিএ