দুই ম্যাচে ১ জয়ে সমান ২ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের। অর্থাৎ, প্রথম পর্বের তৃতীয় ম্যাচের মোকাবিলায় যে জিতবে সে দলই পাবে সুপার টুয়েলভের টিকিট। এই পরীক্ষায় ব্যর্থ হলো দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ৯ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে মূল পর্বে পৌঁছালো আয়ারল্যান্ড।
আজ (শুক্রবার) আগে ব্যাটিংয়ে নেমে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ফিফটিতে ১৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখে জয় বন্দরে পৌঁছায় আইরিশরা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৩ রান তোলেন পল স্টার্লিং এবং অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ২৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে বালবার্নি ফিরলে ভাঙে এই জুটি। এরপর ৭৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে জয় এনে দেন পল স্টার্লিং এবং লরকান টাকার। ৪৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টার্লিং। ৩৫ বলে ২ চার ও ২ ছক্কার মারে ৪৫ রান নিয়ে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটার টাকার।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১০ রানে প্রথম উইকেট হিসেবে মাঠ ছাড়েন কাইল মেয়ার্স (৫ বলে ১ রান)।
দলীয় ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ১৮ বলে ২৪ রান করে সিমি সিংয়ের শিকার হন আরেক ওপেনার জনসন চার্লস। দলীয় সর্বোচ্চ রান করেন ব্র্যান্ডন কিং। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। ১২ বলে ১৯* রান করেন ওডেন স্মিথ। এছাড়া অধিনায়ক নিকোলাস পুরান ১৩ ও এভিন লুইস ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি ৪ ওভারে ১৬ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। একটি করে উইকেট পান ব্যারি ম্যাকার্থি ও সিমি সিং।