খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

বিশ্বকাপ বাছাইয়ে রাতে কাতার চ্যালেঞ্জ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রীতি ম্যাচ, প্রস্তুতি ম্যাচের পর্ব শেষ। এবার অপেক্ষা মূল লড়াইয়ের। প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন কাতার। জেমি ডেও আঁটঘাঁট বেঁধে কষছেন ছক। রক্ষণের ফাঁক-ফোকর, রক্ষণ-মাঝমাঠের বোঝাপড়ার কমতি ও ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার প্রাণান্ত চেষ্টা চলছে। প্রত্যাশা একটাই-নিজেদের সেরাটা মেলে ধরে ম্যাচটা উপভোগ করুক দল। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্র“পের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে আজ শুক্রবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

কাতার ৫৯, বাংলাদেশ ১৮৪-ফিফা র‌্যাংকিংয়ে দু’দলের এই ব্যবধানই বলে দিচ্ছে কতটা এগিয়ে স্বাগতিকরা। তবে র‌্যাংকিংয়ের দিকে তাকাতে চান না অধিনায়ক জামাল। তার কথায়, ‘র‌্যাংকিং শুধুই একটা সংখ্যা। আমি র‌্যাংকিংয়ে বিশ্বাস করি না। র‌্যাংকিং কোনো দলের মানদণ্ড হতে পারে না। ম্যাচে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের আয়োজকদের কাছে ২-০ গোলে হেরেছিল ডের দল।
কাতারে শেষ মুহূর্তের অনুশীলনে নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৪ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের বাছাই সামনে রেখে এদিন করোনা পরীক্ষা করা হয়েছে ফুটবলারদের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ায় ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদ উদ্দিনরা। জেমি পৌঁছায় এদিন সবার মাঝেই ছিল উৎসবের আমেজ।

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দলটিকে দোহায় ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল কাতার। ই-গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা মধ্যপ্রাচ্যের দেশ প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোল দিয়েছে (১১টি)। গ্রুপে সবচেয়ে বেশি গোল হজম করেছে বাংলাদেশ (৮টি)। দিয়েছে মাত্র দুটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে আজকের ম্যাচ হতে যাচ্ছে কাতারের আক্রমণভাগ বনাম বাংলাদেশের রক্ষণভাগের মধ্যে।

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দলটিকে দোহায় ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল কাতার। ই-গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা মধ্যপ্রাচ্যের দেশ প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোল দিয়েছে (১১টি)। গ্রুপে সবচেয়ে বেশি গোল হজম করেছে বাংলাদেশ (৮টি)। দিয়েছে মাত্র দুটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে আজকের ম্যাচ হতে যাচ্ছে কাতারের আক্রমণভাগ বনাম বাংলাদেশের রক্ষণভাগের মধ্যে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!