ব্রাজিল-আর্জেন্টিনার নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলভারেজদের বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে দৌড়ে যাওয়া। কিন্তু এ দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে। তারা ২২ গজের ব্যাট হাতে কারিকুরি দেখাতে মাঠে আবির্ভূত হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।
রোববার (১৫ ডিসেম্বর) উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কেইম্যান দ্বীপপুঞ্জ । ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।
একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল। উপ আঞ্চলিক বাছাই পর্বে সেলেসাওদেরও এটি সপ্তম ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ বেলিজ। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৪ জয়ের বিপরীতে তারা হেরেছে এক ম্যাচে। আর্জেন্টিনার বাকি ম্যাচটি অবশ্য মাঠে গড়ায়নি। বাতিল হয়েছে। ছয় ম্যাচ থেকে নয় পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা।
অন্যদিকে ব্রাজিলের ম্যাচ খেলেছে ছয়টি। যেখানে ২ জয়ের বিপরীতে চার ম্যাচে হেরেছে সেলেসাওরা। ছয় ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৯ দলের এই আসরে পয়েন্ট তালিকার সাতে আছে তারা।
আর্জেন্টিনা স্কোয়াড : অগাস্টো মোস্তফা, ব্রুনো অ্যাঞ্জেলেটি, লুকাস রসি, ম্যানুয়েল ইতুর্বে, পেড্রো ব্যারন (অধিনায়ক), অগাস্টিন রিভেরো, অ্যালান কির্শবাউম, গুইডো অ্যাঞ্জেলেটি, আলেজান্দ্রো ফার্গুসন (উইকেটরক্ষক), সান্তিয়াগো ইতুর্বে (উইকেটরক্ষক), অগাস্টিন হোসেন, হার্নান ফেনেল, সান্তিয়াগো ডুগান, টমাস রসি।
ব্রাজিল স্কোয়াড : গ্রেগর কেইসলি (অধিনায়ক), মোহাম্মদ সেলিম, ভিক্টর পাউবেল, উইলিয়াম ম্যাক্সিমো, কাওসার খান, লুইস ফেলিপে পিনহেইরো, লুইজ মুলার, মিশেল আসুনকাও, ইয়াসার হারুন, ক্রিস্টিয়ান মাচাডো (উইকেটরক্ষক), লুকাস ম্যাক্সিমো (উইকেটরক্ষক), গ্যাব্রিয়েল অলিভেরা, আইউরি সিমাও, লুইজ হেনরিক মোরাইস, রিচার্ড অ্যাভেরি, সিফাত উল্লাহ বখতানি।
খুলনা গেজেট/এমএম