বাংলাদেশ রিকার্ভ মিশ্র বিভাগে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফাইনালে খানিকটা ছন্দহীন ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে সেভাবে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের ফাইনালে খেলা ১৭ বছর বয়সী দিয়া সিদ্দিকী বলেন, ‘অনেক বাতাস ছিল। বাতাসের জন্য আমাদের সমস্যা হচ্ছিল।’ ফাইনালে নিজের অনভিজ্ঞতাকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন দিয়া, ‘অনেক অভিজ্ঞতার দরকার। আমার খুবই কম। এরপরও ভালো করছি আলহামদুলিল্লাহ।’
রোমান সানা বাংলাদেশের আরচ্যারির প্রতিষ্ঠিত নাম হলেও এই বিশ্বকাপে অন্যতম প্রাপ্তি দিয়া সিদ্দিকী। আন্তর্জাতিক আরচ্যারি অঙ্গনেও দিয়াকে নিয়ে আলোচনা। দিয়া তার পরবর্তী লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সামনের মাসে প্যারিসে বিশ্বকাপ ও অলিম্পিক বাছাই রয়েছে। সেই আসরে ভালো করতে চাই।’
রোমান সানা বাংলাদেশের আরচ্যারির পরবর্তী লক্ষ্য সম্পর্ক বলেন, ‘আমরা আরেকটি কোটা প্লেস নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে প্যারিস যাব।’ ২০১৯ বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতায় রোমান সানা টোকিও অলিম্পিকসে কোটা প্লেস নিশ্চিত করেছেন। ব্যক্তিগতভাবে তার লক্ষ্য টোকিও অলিম্পিকে ভালো কিছু করা, ‘ব্যক্তিগতভাবে আমি টোকিও অলিম্পিকে ভালো কিছু দিতে চাই।’
রোমান সানা রৌপ্য জিতেও সন্তুষ্টি প্রকাশ করেছেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমরা ফাইনালে উঠেছি এবং রৌপ্য পদক জিতেছি। আমাদের এই সাফল্যের জন্য কোচ, ফেডারেশনের পাশাপাশি ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষক তীর গ্রুপ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে। তাদের সহায়তা ছাড়া আমরা এই পর্যায়ে আসতে পারতাম না।’
খুলনা গেজেট/কেএম