খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

বিশেষ অভিযানে কেশবপুরে ১০ জন আটক

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামাত নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। যশোর কোতয়ালী ও মনিরামপুর থানার নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ ডিসেম্বর) রাতে যশোর কোতয়ালী, মনিরামপুর ও কেশবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ (৩০), উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক আবুল হোসেন (৫৬), বেলকাটি গ্রামের বিএনপি নেতা মনিরুজ্জামান (৪৪) ইমাননগর গ্রামের তাজামুল ইসলাম (৩৬), মান্দারডাঙ্গা গ্রামের লুৎফার রহমান (৫৫), গড়ভাঙ্গা গ্রামের মাসুদুজ্জামান (৩০) পাঁচবাকাবর্শি গ্রামের মনিরুল ইসলাম (৪০) ও বিদ্যানন্দকাটি গ্রমের জামায়াত নেতা সাজ্জাত হোসেনসহ ১০ জনকে আটক করে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে আটককৃতদের যশোর ও মনিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, আটককৃতদের নামে যশোর ও মনিরামপুর থানায়, মামলা রয়েছে। ওইসব মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তবে কি মামলায় তাদেরকে আটক করা হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!