গত কয়েক বছর ধরেই বাবর আজম নিজেকে দিন দিন তুলছেন অন্য উচ্চতায়। গত মাসেও জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছিলেন। বিরাট কোহলিকে টপকে উঠেছিলেন পয়েন্ট টেবিলের শীর্ষে। এবার তার ফল হিসেবে আইসিসির এপ্রিলের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক।
ফখর জামান ও নেপালের কুশাল ভুরতেলকে টপকে আইসিসির সেরা ক্রিকেটার হন তিনি। এছাড়া নারীদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসওম্যান এলিসা হিলি। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের নির্বাচিত করেছে আইসিসি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জেতানো ৮২ বলে ৯৪ রানের ইনিংস খেলেন বাবর। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজেও ৫৯ বলে ১২২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টোয়েন্টিতে দারুণ দুইটি ইনিংস খেলেন বাবর। অন্যদিকে তিন ওয়ানডেতে ৫১.৬৬ গড়ে ১৫৫ রান করেছেন হিলি।
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ ঘোষণার পর পুরুষ ক্যাটাগরিতে এবারই প্রথম ভারতীয়দের বাইরে কেউ পেয়েছেন এই পুরস্কার। আগের তিন বিজয়ী ছিলেন ঋষভ পান্ত (জানুয়ারি), রবিচন্দ্রন অশ্বিন (ফেব্রুয়ারি) ও ভুবনেশ্বর কুমার (এপ্রিল)।
খুলনা গেজেট/কেএম