দিনাজপুরের বিরল উপজেলায় পরিত্যক্ত একটি ভবন থেকে বস্তাবন্দী অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু দুটির নাম রিমন ও ইমরান। তারা দুই ভাই। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ভাবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শিশু দুটি বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ভাবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ঘরে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। সেটি থেকে দুর্গন্ধ ছাড়াতে থাকে। পরে পুলিশকে খবর দিলে তারা দুই ভাইয়ের মরদেহ দুটি উদ্ধার করে।
কে বা কারা তাদের হত্যা করেছে পুলিশ বা স্থানীয়দের কেউই বলতে পারছেন না। এছাড়া পরিবারের পক্ষ থেকেও স্পষ্ট কিছু জানা যায়নি। বিভিন্ন বিষয় মাথায় নিয়ে বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ।