খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনায় সাংবাদিক বালু হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক 

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

খুলনা প্রেস ক্লাব : বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক হুমায়ূন কবীর বালু হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে হত্যার কারণ উদঘাটন; পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারদের শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সম্মানিত অতিথি ছিলেন দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।

বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক দেশ সংযোগ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রকিব উদ্দিন পান্নু, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল হালিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসান প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও এ এইচ এম শামিমুজ্জামান, ক্লাবের কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন, বিমল সাহা ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, শেখ হারুন-অর-রশীদ, আবুল হাসান হিমালয়, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, এস এম ফরিদ রানা, প্রবীর কুমার বিশ্বাস, দিলীপ কুমার বর্মন, এস এম ইয়াসীন আরাফাত রুমী, কলিন হোসেন আরজু, আব্দুস সাত্তার, এজাজ আলী, একরামুল হোসেন লিপু প্রমুখ।

এর আগে আলেচনা সভার শুরুতে সাংবাদিক হুমায়ূন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব। এছাড়া আলোচনা সভা শেষে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ : নগরীর সাতরাস্তা মোড় শহীদ ডা. মিলন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা। আজ বেলা ১২টায় দৈনিক জন্মভূমি ভবনে শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালুর স্থায়ী ম্যুরালে মাল্যদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা।

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব। বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপীর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার রহমান বাবু ও শেখ দিদারুল আলম, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, মো: শাহ আলম, নেয়ামুল হোসেন কচি, বাবুল আক্তার ও সুনীল কুমার দাশ।

উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রার্থী সাঈয়েদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক প্রার্থী মহেন্দ্র নাথ সেন, দৈনিক খুলনার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, অরুন কুমার মণ্ডল, দীলিপ পাল, ডিবিসি র আমিরুল ইসলাম, গাজী টিভির লিয়াকত হোসেন, আনন্দ টিভির আমজাদ আলী লিটন, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মো: মিলন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অভিজিৎ পাল, আরটিভির এস এম মনিরুজ্জামান, রকিবুল ইসলাম মতি, আবু নুরাইন খোন্দকার, উত্তম সরকার, বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, দীপঙ্কর রায়, নিউজ ২৪ এর মো: রফিক, এটিএন বাংলার সাঈদ হোসেন দেশ সংযোগের মিজানুর রহমান, আমিরুল ইসলাম বাবু, শেখ জাহিদুল ইসলাম, শেখ রাসেল, মেহেদী হাসান পলাশ, মাহফুজুল আলম সুমন, আলাউদ্দিন, জুয়েল রানা, শঙ্কর কুমার বিষ্ণু, হাবিবুর রহমান, আরিফুর রহমান, পারভেজ খান, আব্দুল আজিজ, শেখ জালাল আহমেদ প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বলেন, বালু ভাইয়ের হত্যাকান্ডের হাস্যকর তদন্ত সাংবাদিক সমাজ থেকে বারবার প্রত্যাখান করা হয়েছে। আমারা প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি বালু ভাইয়ের হত্যাকারী, অর্থদাতা, পরিকল্পনাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুনঃতদন্তের নির্দেশনা প্রদান করবেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!