খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

বিবি’র বৈদেশিক রিজার্ভ শাখার শীর্ষ পদে রদবদল

গেজেট ডেস্ক

কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। চলতি অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তার পদে পরিবর্তন এল।

বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থেকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের দায়িত্বে থাকা আটটি বিভাগ এখন থেকে দেখবেন আবু ফরাহ মো. নাছের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরের মধ্যে আহমেদ জামালের দায়িত্বে আগের ১৩টি বিভাগ রাখা হয়েছে। একেএম সাজেদুর রহমানেরও আগের ১২টি বিভাগে বহাল আছেন। তবে ডেপুটি কাজী ছাইদুর রহমানের দায়িত্বে থাকা ফরেপ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪ এবং ৭, কারেন্সি ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ, সিআইবি ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এই আটটি বিভাগের পাশাপাশি ব্যাংকিং প্রবিধি ও নীতিএবং এসএমএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ দেখবেন আবু ফরাহ মো. নাছের।

আর এতদিন আবু ফরাহ মো. নাছেরের দায়িত্বে থাকা ফিন্যান্সিয়াল স্টাবিলিটি, এনএফআইএস, এফএসএসএসপি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিপোজিট ইন্স্যুরেন্স, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ১ ও ২, আইন বিভাগ এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী ছাইদুর রহমানকে।

কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!