খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৪
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

বিপিএলের সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

শেষ মুহূর্তে বিপিএলের সূচিতে এসেছে পরিবর্তন। শবে বরাতের কারণে বিপিএলের প্লে-অফের ম্যাচগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচিতে থাকছে রিজার্ভ ডে।

বিপিএলের এবারের আসরের প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৫ ও ২৭ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। ওইদিনের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

২৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। একদিন পিছিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ফাইনাল যথারীতি অনুষ্ঠিত হবে ১ মার্চ। এর আগে জাতীয় নির্বাচনের জন্য সূচিতে পরিবর্তন এনে ১৯ জানুয়ারি শুরু হয়েছিল এবারের বিপিএল।

বিপিএলের ১০ম আসরে এরই মাঝে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্লে-অফ খেলাও প্রায় নিশ্চিত। শেষের দুই পজিশনের জন্য লড়াই করছে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা। বিদায় নিশ্চিত হয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট সিক্সার্সের।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!