বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর এখন চূড়ান্ত পর্বে। আগামীকাল ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এদিকে ফাইনালের আগের দিন ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে নামবে, অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগাং কিংস।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, যে দল বেশি শান্ত থাকবে, সেই দলেরই জয়ের সম্ভাবনা বেশি। কোয়ালিফাইং ম্যাচগুলোতে আমি অনেক চাপ অনুভব করেছি, তবে ফাইনালে আমি সাধারণত চাপ নিই না।
তিনি আরও বলেন, ফাইনাল গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে এখানে শান্ত থাকা সবচেয়ে জরুরি। যদি নার্ভাসনেস কাজ করে এবং চাপ সরাতে না পারেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যে দল বেশি শান্ত থাকবে, তাদের জয়ের সম্ভাবনা বেশি।
আগামীকাল সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
খুলনা গেজেট/ টিএ