তামিম ইকবাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে। এর পর লম্বা সময় খেলার বাইরে। ব্যবসা, ধারাভাষ্য নিয়ে ব্যস্ত দিন কেটেছে তাঁর। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে আবার মাঠে নেমেছেন তিনি। ফিটনেস নিয়ে কাজ করেছেন থাইল্যান্ডে। ব্যাটিং অনুশীলন করছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গত দু’দিন ইনডোর ও আউটারে নেটসেশন করেছেন তিনি।
আউটারে গতকাল তামিমের নেটে ছিলেন জাতীয় দলের দুই বোলার– তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য লাল বলে বোলিং করছেন দু’জনই। তামিম ব্যাটে বলের সংযোগ বাড়াতে লাল বলেই খেলছেন। এ দুই টেস্ট বোলার আরও কিছুদিন ঢাকায় থাকায় তামিমের জন্য ভালোই হয়েছে। অনুশীলনের জন্য থ্রোয়ার নেওয়ার প্রয়োজন হচ্ছে না। বাঁহাতি এ ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় বছরের বেশির ভাগ সময় অনুশীলনের বাইরে থাকতে হয়। ঘরোয়া ক্রিকেটেও খেলেন সাদা বলের ক্রিকেট– ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বিপিএল। এ বছরও ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাবেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার। ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি হবে সাত দলের টি২০ টুর্নামেন্টটি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমের চেষ্টা থাকবে নিজের নামের প্রতি সুবিচার করা। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনেই দুই মাস আগে অনুশীলনে নেমেছেন তামিম।
তবে ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাঁহাতি এ ওপেনার। সে পরিকল্পনা থেকে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সুযোগ কম। কারণ গত ছয় মাস খেলার বাইরে তিনি। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নির্বাচকদের কাছেও কোনো বার্তা নেই। লক্ষ্য যাই হোক, জাতীয় দলের সাবেক অধিনায়ক অনুশীলন করছেন কোচ সোহেল ইসলামের অধীনে।
বিসিবির এ কোচ বলেন, ‘তামিম যে ধরনের ক্রিকেটেই খেলুক, তাঁকে অনুশীলন করতে হবে। সেটা মাস্টার ক্রিকেট হলেও। সে কী খেলবে না, খেলবে তার ব্যাপার।’
তামিমকে নিয়ে প্রতিনিয়তই অনুমাননির্ভর সংবাদ প্রচার হয়। কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে, কখনও বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন। এ ব্যাপারে কিছুদিন আগে ভারতের দিল্লিতে তাঁকে প্রশ্ন করা হলে বলেছিলেন, আপাতত বিপিএল নিয়ে থাকতে চান।
খুলনা গেজেট/এনএম