খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন বাগেরহাটের ৭৫০ কৃষক

নিজস্ব প্রতিবেদক বাগেরহাট

বাগেরহাটে ৭৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।

পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। এসময়, খুলনা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. জাহিরুল ইসলাম, ঢাকা ব্যাংক লিমিটেড, খুলনা শাখার ম্যানেজার সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট এএফএম মাহমুদুর রহমান, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড-এর জেনারেল ম্যানেজার এসএম মোজাম্মেল হোসেন, জোনাল ম্যানেজার আঃ হান্নান, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুদিন দাসসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন, প্রতি কৃষককে পেট্রোকেম হাইব্রিড ধান-৬সহ ১৩ ধরণের ৭০ কেজি উপকরণ দেওয়া হয়। উপকরণগুলো হচ্ছে, ইউরিয়া, টিএসপি, পটাশ, পেট্রোজিংক, পেট্রোজিপ, পেট্রোবোরন, পেট্রোম্যাগ, সালফিন,ফারটেরা, কাটাপ, কোরাজেন, কিল্টার।

বিনামূল্যে পাওয়া এসব উপকরণ কৃষকদের ধানের ফলন বৃদ্ধি করবে দাবি আয়োজকদের।

খুনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!