আরো একটি ইতিহাসের মুখোমুখি হতে চলেছি আমরা। আর সেটি হল নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষে পদার্পণ । কবি কাজী নজরুল ইসলামের যুগান্তকারী সৃষ্টি কবিতা ‘বিদ্রোহী’ এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাতভর জেগে লিখেন কবি। ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মধ্য কলকাতার ৩/৪সি তালতলা লেনে সারারাত জেগে কালজয়ী ও সুদীর্ঘ ‘বিদ্রোহী’ কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম ।
এক ‘আমি’- র মধ্যে পৃথিবীর সমস্ত ধর্মীয় মিথ ঢুকিয়ে সুচারুভাবে পরিবেশন করেন তিনি। এই কবিতা যখন লেখেন কবি কাজী নজরুল ইসলাম, তখন তার পাশের বেডেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম আইকন কাকাবাবু মজফ্ফর আহমেদ । তিনি সকাল বেলায় উঠে নজরুলের রচনা করা এই সুদীর্ঘ কবিতা দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলেন। ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কবিতাটা লেখা হয় বিজোড় তারিখে। কিন্তু তারিখ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এখন গবেষকরা ধরে নেন ২১,২৩,২৫ অথবা ২৭ ডিসেম্বরের মধ্যে কবিতাটি লেখা হয়। প্রথম কবিতাটি প্রকাশিত হয় ‘বিজলী’ পত্রিকায়। তারপর কবিতাটি প্রকাশিত হয় পরপর মোসলেম ভারত, ধুমকেতু, প্রবাসী, সাধনা, মাসিক বসুমতী পত্রিকায় । এটাও একটি যুগান্তকারী ঘটনা যে, কবিতাটি পরপর ছয়টি পত্রিকায় প্রকাশিত হয়। একটি নজিরবিহীন ঘটনা।
কিন্তু দুঃখের বিষয়, যে ৩/৪সি তালতলা লেন ‘বিদ্রোহী’ কবিতার গর্ভগৃহ সেই ভবন বা এলাকা আজো হেরিটেজ এলাকা হতে পারেনি। মৌলালি মোড় থেকে এস এন ব্যানার্জি রোড ধরে সোজা তালতলা বাজার পার হলে একটি মাইকফলক দেখা যায় ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে । এটি ১৯৯৮ সালে স্থাপন করে তালতলা নজরুল শতবর্ষ কমিটি।
খুলনা গেজেট/কেএম