বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুৎ স্পৃষ্টে দুলাল বিশ্বাস (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার(২৭ মার্চ)দুপুরে মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ী সার্বজনিন দূর্গা মন্দিরের কাছে নিজের বরজের পাশে বিদ্যুতের তার ছিড়ে এই দূর্ঘটনা ঘটে।
এসময় নিহত দুলাল বিশ্বাসের ছোট ভাই জুড়ান বিশ্বাস (৬০) আহত হন। আহত জুড়ান বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত দুলালের বরাজের পাশে প্রতিবেশী সুবাসের ছেলে সুজন একটি গাছ কাটতে যায়। কাটা গাছটি বিদুৎ লাইনের উপর পড়লে তার ছিড়ে পানের বরজে আগুন ধরে যায়। এসময় পানের বরজে পান তুলতে থাকা দুলাল বিশ্বাস
অগ্নিদ্বগ্ধ হয়। বড় ভাইকে উদ্ধার করতে গেলে ছোট ভাই জুড়ান বিশ্বাসও অগ্নিদ্বগ্ধ হন। এতে ঘটনাস্থলেই দুলাল বিশ্বাস মারা যায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, নিহত দুলাল বিশ্বাসের পরিবারের লোকদের অনাপত্তি আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। আহত জুড়ান বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
পল্লী বিদ্যুতের এজিএম মোঃ মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ বিভাগ কে না জানিয়ে গাছ কেটে বিদ্যুৎ লাইনের উপর ফেলে। এতে তার ছিড়ে পানের বরজে পড়ে আগুন লেগে এ দুর্ঘটনা হয়।
খুলনা গেজেট/এমএইচবি