খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিদেশী সাহায্য নিয়ে ক্ষমতায় টিকে থাকার অর্থ জনসমর্থন হারানো : জেএসডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র এক সভায় নেতৃবৃন্দ বলেছেন, বিদেশী সাহায্য নিয়ে পরবর্তীতে ক্ষমতায় থাকার অর্থ সরকার জনসমর্থন হারিয়েছে। ক্ষমতা আকড়ে ধরে রাখতে বিদেশের কাছে ধর্ণা দেওয়ার অর্থ রাষ্ট্রদ্রোহিতার সামিল। স্বাধীন দেশে রাজনীতিকদের এমন চরিত্রের অর্থ স্বার্বভৌমত্ব বিকিয়ে দেয়া। স্বৈরশাসনের অবসান ঘটাতে এই মূহুর্তে গণতান্ত্রিক শক্তির ঐক্য ছাড়া বিকল্প কোন পথ নেই।

আজ শনিবার বেলা ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দলের খুলনা সদর থানা শাখার প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, জ্বালানীর মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাজারে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষ অসহায় হয়ে পড়েছে। এ অবস্থার অবসানে রেশনিং ব্যবস্থা চালু হওয়া জরুরী। অবিলম্বে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল ও জাতীয় সরকারের দাবি এখন সকল মানুষের প্রত্যাশা। নেতৃবৃন্দ প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই বলে শাসক দল বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে। এটি শুখকর নয়। তাদের ক্ষমতায় থাকার আর অধিকার নেই।

দলের কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহিদউদ্দিন মাহামুদ স্বপন ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় একথা বলেন।

সভাপতিত্ব করেন নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রাশেদুল হাসান বাবলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর সভাপতি লোকমান হাকিম, নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক ডা. এলপি গাইন ও গণসংহতি আন্দোলনের খুলন নগর শাখার সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, জেএসডি’র বেল্লাল হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে সাব্বির হোসাইনকে সভাপতি, মোঃ রাইসুল ইসলামকে সহ-সভাপতি, মোঃ শাওন হাসানকে সাধারণ সম্পাদক, মোঃ তানভীর মেহেদীকে যুগ্মসম্পাদক, মোঃ পিরুকে সাংগঠনিক সম্পাদক, মোঃ শরিফুল ইসলামকে দপ্তর সম্পাদক, মোঃ কামরুল ইসলাম প্রচার সম্পাদক ও মোসাঃ খুশি আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক করে জেএসডি’র খুলনা সদর থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!