খানজাহান আলী থানা পুলিশ শিরোমণি পূর্বপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ মোঃ সুজন মল্লিক(৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুজন মল্লিক শিরোমণি পুর্বপাড়া কাজী বাড়ির মোঃ সৈয়দ মল্লিকের পুত্র। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে খান জাহান আলী থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান গিয়ে এ অবৈধ অস্ত্র উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, খানজাহান আলী থানা পুলিশের একটি অভিযানিক টিম সোর্সের মাধ্যমে গোপন সংবাদে জানতে পারে শিরোমণি পুর্বপাড়ার মোঃ সুজন মল্লিকের বাড়ীতে বিক্রয়ের জন্য মাদকদ্রব্য মজুত আছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানের নির্দেশনায় বৃহস্পতিবার ( ১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টায় খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাস, এসআই পীযুষ দাস, এসআই দিবস কুমার মৃধা, এএসআই তুহিন মিয়া, মোঃ জিলার হোসেন, এ এসআই শরিফূল ইসলাম মোল্যা পথের বাজার পুলিশ ক্যাম্পের আইসি এসআই কামরুল হুদা নাঈমের সহযোগিতায় একটি অভিযানিক টিম শিরোমণি পুর্বপাড়ায় মোঃ সুজন মল্লিকের বাড়ি অভিযান চালায়। অভিযানে স্থানীয় ইউপি সদস্য, চৌকিদারসহ প্রতিবেশীদের উপস্থিতিতে এলাকার মোঃ সৈয়দ মল্লিকের পুত্র মোঃ সুজন মল্লিকের শয়ন কক্ষের খাটের তোশকের নীচ থেকে ব্যাগের মধ্যে রাখা একটি বিদেশী পিস্তল ম্যাগজিন, ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে। এ সময় মোঃ সুজন মল্লিককে পুলিশ গ্রেফতার করে। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত সুজনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিরোমনি পুর্বপাড়ায় সুজন মল্লিকের বাড়িতে মাদকদ্রব্য মজুদ আছে। এমন সাংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলিসহ সুজন মল্লিককে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে(মামলা নং-৮ তাং ১১/৮/২৩)। তিনি বলেন এই অবৈধ অস্ত্রের উৎস এবং কি উদ্দেশ্যে আনা এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দিবস কুমার মৃধা, খুলনা গেজেটকে বলেন, অধিক তদন্তের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার কোর্টে রিমান্ডের আবেদন করা হবে।
খুলনা গেজেট/কেডি