বিদেশী খেলোয়াড় ছাড়াই নভেম্বরে মাঠে গড়াতে পারে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের জন্য কোনো বিদেশী খেলোয়াড়কে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রস্তুতির জন্য নভেম্বরে টি-টোয়েন্টি লিগ আয়োজনে ব্যাপারে বদ্ধ পরিকর বিসিবি।
যদিও কিছু বিদেশি খেলোয়াড় পেয়েছে বিসিবি, কিন্তু টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার কথা ভাবেনি। মূলত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাহমুদউল্লাহ রিয়াদের চেয়েও বড় তারকা বিদেশী খেলোয়াড়ের সন্ধান করেছিলো বিসিবি।
বিসিবি গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা চাই বড় তারকা খেলতে আসুক। আমাদের সেরা খেলোয়াড় সাকিব, তামিম ও মুশফিকের চেয়ে কম তারকার খেলোয়াড়কে নিতে পারবো না।
তিনি আরো বলেন, সত্যি কথা, আমরা এখনো বড় কোন তারকার নাম পাইনি। আমরা যদি এটি না পাই, তবে আমরা স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটি আয়োজন করবো। যদি আমরা একই মানের কোনো আইকন খেলোয়াড় নিতে পারি যারা দলকে অনুপ্রাণিত করতে পারবে, একটি নাম বা খেলোয়াড়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবে। আমরা এটি সম্পর্কে ভাবতে পারি।
মাহমুদ জানান, টি-টোয়েন্টি টুর্নামেন্টটি কিভাবে হতে পারে সে ব্যাপারে এখনো কোন পরিকল্পনা চুড়ান্ত করতে পারেনি বিসিবি। তবে এটি নিশ্চিত, দেশে ক্রিকেট ফিরিয়ে আনার ধারাবাহিকতার অংশ হিসাবে বোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন করবে।
খুলনা গেজেট/এএমআর