খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

বিক্ষোভের মুখে শিক্ষা কার্যক্রম থেকে বিরত ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষক

গেজেট ডেস্ক

একদল শিক্ষার্থীর দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পাঁচটি ব্যাচের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোসা. রেবেকা সুলতানা ও সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী। পরে বিভাগের একাডেমিক কমিটি তাঁদের এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেই রেবেকা সুলতানাকে বর্জনের ঘোষণা দিয়েছিল বিভাগের শিক্ষার্থীদের একটি পক্ষ। সরকার পতনের পর এই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করে চেয়ারম্যান শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বরাবর স্মারকলিপি দেন।

এমন প্রেক্ষাপটে রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরী দর্শন বিভাগের চলমান সব ব্যাচের (১৩ থেকে ১৭তম) শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন। গত ২৪ সেপ্টেম্বর দর্শন বিভাগের একাডেমিক কমিটি তাঁদের দুজনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়টি অনুমোদন করে। ২৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দর্শন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা আক্তার।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!