বাংলাদেশে বিরোধীদের বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের নিষ্ঠুরতার পথ অবলম্বন এবং অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে ৮টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সোমবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাগুলো বাংলাদেশের ঘটনাবলি নিয়ে উদ্বেগ জানিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছে- অ্যান্টি–ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমস, ওমেগা রিসার্চ ফাউন্ডেশন, রেডরেস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।
বিবৃতিতে জানিয়েছে, বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলোর সমাবেশ ও বিক্ষোভে সরকারের আচরণে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সেই সঙ্গে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংস্থাগুলো।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সমাবেশের নির্ধারিত তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ১ হাজার ২০০–এরও বেশি রাজনৈতিক কর্মী ও নেতাকে তাঁদের বাড়িঘরসহ শহরের বিভিন্ন স্থান থেকে আটক করার কথা জানা গেছে। এ ছাড়া, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ২৮ অক্টোবর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেয়।
মানবাধিকার সংগঠনগুলো বলে, আমরা বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার চেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা, দমন-পীড়ন এবং হুমকির চলমান চক্রের অবসানের পাশাপাশি স্বেচ্ছাচারীভাবে গ্রেপ্তার হওয়া সকলের অবিলম্বে মুক্তির আহ্বান জানাচ্ছি।