বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নবনির্বাচিত সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন, সহ-সভাপতি পদে খুলনার রাশিদুল ইসলাম ও সদস্য পদে এইচ এম আলাউদ্দিনসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সত্য প্রকাশের কারণে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। শত নির্যাতনের পরেও দেশপ্রেমিক সাংবাদিকরা সত্য প্রকাশ থেকে পিছপা হচ্ছেন না। আর এ কারণে সত্য প্রকাশে অনড় সাংবাদিকদের সরকার সহ্য করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করে জেলে নিচ্ছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্ব গণমাধ্যমের শৃংখলিত স্বাধীনতা উদ্ধার এবং সাংবাদিক হয়রানি বন্ধে ভুমিকা রাখবে বলে আশা করেন।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম