‘বিশ^ গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রঘোষিত সকল বিভাগীয় শহরে শোভাযাত্রার কর্মসূচি সফল করার লক্ষে খুলনা বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের হাজার হাজার নেতাকর্মি জিয়াহল প্রাঙ্গণে মুল শোভাযাত্রাসমাবেশের কর্মসূচিতে অংশগ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা বিএনপির জমায়েত হয়ে কেডিএ এভিনিউ হয়ে জিয়াহল প্রাঙ্গণে মুল শোভাযাত্রার কর্মসূচিতে পৌছায়। এসময় তারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন বহণ করেন।
সমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরীর সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়ছেদ আলী, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল ইসলাম নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফিসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি সকলকে ধন্যবাদ জানান এবং গণতন্ত্র পুন:উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহবান জানান।- খবর বিজ্ঞপ্তির।