বিএনপিকে প্রথম করোনার ভ্যাকসিন দিলেই তারা অপপ্রচার বন্ধ করবে বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার মধ্যরাতে রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, করোনা যখন আসলো, তখন অনেকে মনে করেছিলো বাংলাদেশে হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে গত দশ-এগার মাসে একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করে নাই। তিনি বলেন, করোনা মোকাবেলায় এই উপমহাদেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবস্থান সবার উপরে। বিএনপি আশা করেছিল আমাদের দেশে করোনায় বহু মানুষ মারা যাবে। তারা তারপর আন্দোলন করবে। সরকারের পতন ঘটাবে। কিন্তু কিছুই হয়নি।
তিনি বলেন, কিছুই যখন হয়নি, এখন তারা (বিএনপি) শুরু করেছে ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন নাকি ঠিক মতো আসবে না। এখন আবার বলছে, ভ্যাকসিনের দাম বেশি। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, বিএনপিকেই প্রথমে ভ্যাকসিন দেয়ার জন্য। তাহলে তাদের এই অপপ্রচার বন্ধ হবে।
খুলনা গেজেট/এ হোসেন