দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগীর সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য মাহবুব হাসান পিয়ারু ও ২৬নং ওয়ার্ড বিএনপির সদস্য কে এম জিয়াউস সাদাতকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহবায়ক, মাসুদ পারভেজ বাবু ও বদরুল আনাম খানকে সদস্য করে ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর বিএনপি।
রবিবার (২৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, তদন্ত কমিটিকে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এক ব্যবসায়ীকে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা গেজেট/ টিএ