খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

বিএনপি নেতা খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার 

 নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী  ১৬ জানুয়ারি সোমবার। ২০১৯ সালের আজকের দিনের সকাল সাড়ে ৭টার দিকে ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

প্রয়াত বিএনপি নেতা খান আলী মুনসুরের স্মরণসভা ও মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সোমবার বিকেল ৩টায় ডুমুরিয়া হাইস্কুল ময়দানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে স্মরণসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি খান আলী মনসুর ২০১৪ সালে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ডুমুরিয়া উপজেলার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। -খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!