জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন বলেন, একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাঙালিকে ভিক্ষারীর জাতিতে নয়, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। কিন্তু স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত বাংলাদেশকে পিছনে ফিরিয়ে নিতে নানা ধরণের পায়তারা করছে।
তিনি বলেন, ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসবেন। ওইদিন সার্কিট হাউজ মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনায় আগমন এবং সার্কিট হাউজ মাঠের জনসভা সফল করতে বিভাগের ১০ জেলার শীর্ষ নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ হেলাল আরও বলেন, আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভার পর বিএনপি-জামায়াতের অপরাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই দিন খুলনার রূপসা থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত মানুষের ঢল নামবে। এই ঢলে ভেসে যাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র। তিনি বলেন, ৯ নভেম্বরের জনসভা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ৭ মার্চের জনসভার পর দেশে এটাই হবে দ্বিতীয় বৃহত্তম জনসভা। তাই এ জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নেতাদের নির্দেশনা দেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাহাউদ্দিন নাসিম বলেন, তারেক জিয়া মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে এদেশকে অশান্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিকেরা তাদের সে ষড়যন্ত্রকে সফল হতে দিবে না। আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধের আদর্শের মানুষদের নিয়ে তাদেরকে রাজপথে মোকাবেলা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে লড়াই করতে প্রস্তুত। এ লড়াই হবে গণতন্ত্র রক্ষার লড়াই। এ লড়াই হবে সকল অপরাজনীতির ও সাম্প্রাদয়িক শক্তির বিরুদ্ধে লড়াই।
সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর যৌথ পরিচালনায় এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল আলম মুক্তি, গাংনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সহিদুজ্জামান খোকন এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মঞ্জু, দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল হোসেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন রেজা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সদর খান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, মোরেলগঞ্জ পৌর মেয়র মনিরুল হক, নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময়ে খুলনার মহানগর ও জেলা আওয়ামী লীগসহ এগার জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বর্ধিত সভার সার্বিক আয়োজন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। তাকে সহযোগীতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কর্মাসের সভাপতি কাজি আমিনুল হক। অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।