কুমিল্লার দেবিদ্বারে সুগন্ধা বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী রবিউল ও সজিব নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১টা নাগাদ কুমিল্লা-সিলেট মহাসড়কের জাফরগঞ্জ বেগমাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে আগুণ দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ জনতা।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম।
তিনি জানান, কুমিল্লাগামী যাত্রীবাহী সুগন্ধা বাস দেবিদ্বারমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক রবিউল ঘটনাস্থলেই নিহত হন। আহত সজিব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় মারা যান। ফায়ার সার্ভিসের একটি টিম এসে বাসের আগুণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিহত রবিউল উপজেলা পৌরসভার চেয়ারম্যান বাড়ির জয়দল মিয়ার ছেলে। সজিব দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের আবুল কাশের ছেলে। তারা দুইজন জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী।
দেবিদ্বার পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে শুনেছি। বাসটি বেপরোয়া ছিল। এ ঘটনাটি তদন্ত করে বিচার দাবি করছি।
খুলনা গেজেট/এএ