বার্সেলোনার সাথে চুক্তির শেষ পর্যায়ে আছেন লিওনেল মেসি। চলতি মৌসুমের পর আর কোনো বাধা থাকবেনা। চলে যেতে পারবেন বিনা ট্রান্সফার ফিতেই। তবে ভিক্টর ফন্টের কথা শুনে নড়েচড়ে বসতে বাধ্য হবে সবাই। আগামী নির্বাচনে ক্লাবটির এই সভাপতি পদপ্রার্থী বলছেন, ক্যারিয়ারের শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পেই থেকে যাবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী।
স্পেনের খেলাধুলাবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে ফন্ট বলেন, ‘মেসি জানিয়েছে, সে বার্সাতেই থেকে যাবে এবং এখানেই নিজের ক্যারিয়ার শেষ করবে।’
গত মৌসুমের ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয় কিকে সেতিয়েনকে। এখন কাতালানদের দায়িত্ব পালন করছেন রোনাল্ড কোম্যান। তার অধীনে এবারের লা লিগাতেও সুবিধা করতে পারছেনা দলটি। তাই মেসি, আতোয়ার গ্রিজম্যান, ফিলিপ কুতিনহো, আনসু ফাতিদের ভবিষ্যত কোচ হিসেবে জাভিকেই পছন্দ ফন্টের।
বার্সার সভাপতি পদপ্রার্থীর বিশ্বাস, জাভির আগমনই মেসির থাকার সম্ভাবনাকে জোরালো করবে, ‘জাভিকে নিয়ে আমাদের ভালো অতীত আছে। আমার বিশ্বাস ওর সাথে মেসির সম্পর্ক এখনও আগের মতোই। যেটা আর্জেন্টাইন তারকার বার্সাতে থাকার বিষয়ে নিশ্চয়তা দেয়।’
২০১৯-২০ মৌসুমে একে একে কোপা দেল রে, লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতছাড়া করে বার্সা। এরপর স্বাভাবিকভাবেই বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের তিক্ততা শুরু হয়। যার সামনের দিকেই ছিলেন মেসি। এজন্য এক বুরো ফ্যাক্স বার্তাতে ক্লাব ছাড়ার ঘোষণাও দেন। যদিও শেষ পর্যন্ত যেতে পারেননি।
ফন্ট বলছেন, শিরোপাখরার কারণেই এসব করেছেন মেসি, ‘গ্রীষ্মের আগে মেসি হতাশা নিয়ে জানিয়েছিল তার জন্য শিরোপা গুরুত্বপূর্ণ। এজন্য ভালো একটি দল দরকার।’
খুলনা গেজেট/কেএম