আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বারাকপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি, সাধারণ সম্পাদক দুইটি পদে নেতৃত্ব প্রত্যাশীরা দলীয় নেতাকর্মীদের সমর্থন লাভে ব্যস্ত সময় পার করছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব প্রত্যাশী ৬ জন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন মোল্লা শফিউদ্দিন শাফি, মোঃ ইমরান হোসেন ও ইমামুল শরীফ। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হলেন মোঃ আলম চৌধুরী, করিম সরদার ও মুশফিকুর রহমান মুকুল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলুু, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমূখ। সম্মেলন উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। সভাপতিত্ব করবেন বিএনপি নেতা মোঃ ইমরান হোসেন।
দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল খুলনা গেজেটকে বলেন, সম্মেলনের দ্বিতীয় পর্বে স্বচ্ছ ব্যালট বাক্সে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মূল দুইটি পদ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ টি ওয়ার্ড কমিটির সদস্য এবং কাউন্সিলরসহ মোট ৪৫৯ জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বারাকপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন উপলক্ষ্যে ১২ মে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়। এ সময় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইতিপূর্বে দিঘলিয়া এবং সেনহাটী ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে ভোটের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন বলেন, দীর্ঘদিন পর বারাকপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে জাঁকজমকপূর্ণ এবং সফল করার জন্য আমাদের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/হিমালয়/লিপু