করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা নির্বাচনের যে নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), তার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। গত ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের তারিখ নির্ধারণের পরই আমরা অবহিত করেছিলাম ফিফা ও এএফসিকে। এর মধ্যে এএফসি চিঠি দিয়ে নির্বাচনের অনুমতি দিয়েছে। আমাদের কাছে পাঠানো চিঠির অনুলিপি ফিফাকেও দিয়েছে এএফসি।’
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে এএফসির কোনো প্রতিনিধি থাকবে কি না, তা নিশ্চিত নয়। ‘এএফসি জানিয়েছে তারা প্রতিনিধি পাঠাতে পারবে কি না তা এখনই বলতে পারছে না। না পারলে অনলাইনে তারা এজিএম ও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে বলে উল্লেখ করেছেন’-জানান বাফুফে সাধারণ সম্পাদক।
গত ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাফুফের এজিএম ও নির্বাচন। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার দেশের খেলাধুলার সব কার্যক্রম স্থগিতের নির্দেশনা দিলে বাফুফে নির্বাচন স্থগিত করে। ৩০ এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। তবে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এ কমিটিকে দায়িত্ব চালিয়ে নেয়ার অনুমতি দেয় ফিফা ও এএফসি।
এদিকে ভোটের তারিখ নির্ধারণের পর বাফুফের নির্বাচন কমিশন বুধবার প্রথম সভায় বসছে। বিকেল ৩টায় বাফুফে ভবনে অনুষ্ঠিতব্য এ সভায় অবশ্য নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই। কারণ, ভোটের এখনো বাকি দেড় মাসের বেশি। সর্বোচ্চ ১৫ দিন সময় দিয়ে তফসিল ঘোষণা করতে পারে বাফুফের নির্বাচনের জন্য গঠিত কমিশন।
খুলনা গেজেট/এএমআর