আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। গেল ২০ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি অবনতির কারণে সেটি পেছানো হয়। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাফুফে। সেই ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ১৩৯ জন ডেলিগেট আসন্ন নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এ তালিকায় বেশ কিছু অনিয়ম রেখেই এবারের ভোটার তালিকা প্রকাশ করেছে বাফুফে- এমন অভিযোগ এনেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন। ভোটার তালিকার চূড়ান্তকরণে ভোটারসহ কয়েক জায়গায় অনিয়ম বলে দাবি করেছেন এই সংগঠক।
ভোটার তালিকার অনিয়ম দ্রুত সমাধানের পাশাপাশি তফসিল ঘোষণার দাবি জানান রুহুল আমিন। যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে সেহেতু নির্বাচনের যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশনারের হাতে তুলে দেয়ার কথা বলেন তরফদার মো. রুহুল আমিন। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত নির্বাচনের অনুষ্ঠানের দাবিও জানান তিনি।
১৩৯ ভোটারের মধ্যে ৩টি ডেলিগেট (ভোটার) নিয়ে জোর আপত্তি তোলেন বিডিডিএফএ এবং বিএফসিএ নেতা তরফদার মো. রুহুল আমিন। এই তিনটি ডেলিগেট হল- ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, নবাবপুর ক্রীড়া চক্র এবং দি মুসলিম ইনস্টিটিউট। যাদের ডেলিগেট হওয়ার কথা তাদের না দিয়ে ভিন্ন ব্যক্তিদের ডেলিগেট করেছে বাফুফে। ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেট করা হয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিমকে। চূড়ান্ত ভোটার তালিকায় সবচেয়ে বড় অনিয়ম এবং অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে এখানে।
এ ব্যাপারে তরফদার রুহুল আমিন বলেন, ‘আব্দুর রহিম সাহেব কোনোভাবেই ডেলিগেট হতে পারেন না। তিনি বাফুফের বর্তমান কমিটির সদস্য। সদস্য থাকা অবস্থায় কিভাবে তিনি ভোটার হলেন। বাফুফে এটা কোনোভাবেই করতে পারে না। এটা অনেক বড় অনিয়ম। অনতিবিলম্ব এটা সমাধান করা হোক।’
অনিয়ম নিয়ে উদ্যোগ না হলে ফিফার কাছে অভিযোগ করবে বলে হুমকি দেন তরফদার, ‘না হলে আমরা ফিফা-এএফসির কাছে নালিশ করব। আমরা ইতোমধ্যে আমাদের আইনজীবির সঙ্গে কথা বলেছি।’
আগামী ২২ আগস্ট থেকে নির্বাচনী কার্যক্রম নিয়ে জেলাগুলোতে সফর শুরু করবে বিডিডিএফএ-বিএফসিএ’র নেতবৃন্দ।
খুলনা গেজেট/এএমআর