শনিবার দুপুর থেকেই বাফুফে কার্যালয়ে প্রার্থী-কাউন্সিলরদের ভিড়। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন তাদের সঙ্গে এক দফা সভাও করে ফেললেন। ৩ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রির প্রথমদিনে অবশ্য কাজী সালাউদ্দিন কিংবা তার অনুসারী কেউ মনোনয়নপত্র কেনেননি। মাত্র ৫ জন সংগঠক মনোনয়নপত্র কিনেছেন।
এদের মধ্যে দুজন কিনেছেন সহ-সভাপতি পদে। বাকি তিন জন সদস্য পদপ্রার্থী। বর্তমান দুই সহ-সভাপতি তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি আবারও এই পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন। এছাড়া নোফেল স্পোর্টিংয়ের ফুটবল ম্যানেজার সাখাওয়াত হোসেন ভূঁইয়া, ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার আমের খান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন।
তাবিথ আউয়াল আবারও স্বতন্ত্র নির্বাচন করবেন। সাখাওয়াত হোসেন ভূঁইয়াও তেমনটি চান। মনোনয়নপত্র কিনে সাখাওয়াত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি বাফুফের আসন্ন নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্বাচন করবো। তাবিথ আউয়াল সাহেবও সহ-সভাপতি পদে স্বতন্ত্র নির্বাচন করবেন। আমরা জেতার ব্যাপারে আশাবাদী।’
রহমতগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রথমবারের মতো বাফুফের নির্বাহী পদে আসতে চাইছেন, ‘আমি ফুটবলের সঙ্গে যুক্ত আছি অনেক দিন ধরে। এবার নির্বাহী কমিটিতে থেকে কাজ করতে চাই। সবাই যদি সুযোগ দেয় তাহলে ফুটবলের উন্নয়নে কাজ করতে পারবো।’
ব্রাদার্স ম্যানেজার আমের খান গতবার নির্বাচন করে জিততে পারেননি। এবার তিনি আশাবাদী, ‘সবার ইচ্ছা থাকে ফেডারেশনের ভিতরে থেকে কাজ করতে। সেজন্যই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। নিজে খেলোয়াড় ছিলাম। ক্লাবের জন্য কাজ করে যাচ্ছি অনেকদিন ধরে। এবার যদি বাফুফেতে আসতে পারি তাহলে ভালো লাগবে।’
আগামী রবি ও সোমবার পর্যন্ত মনোনয়নপত্র কেনা যাবে।
খুলনা গেজেট/এএমআর