বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে- পাহাড়ের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
রোয়াংছড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পার্বত্য এলাকার দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এই নিহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা স্বীকার করে লাশগুলো ঘটনাস্থল থেকে রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। মরদেহের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে।
খুলনা গেজেট/এমএম