ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেই দুটি রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার ম্যাচের ৩৪ মিনিটের সময় আরও একটি রেকর্ড নিজের করে নিলেন এলএমটেন। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে সর্বাধিক গোলের রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে রেকর্ডটি গড়েন তিনি।
১৯৯৪ থেকে থেকে ২০০২ পর্যন্ত তিনটি বিশ্বকাপে অংশ নেন বাতিস্তুতা। এ সময়ে তিনি ১২ ম্যাচ খেলে ১০ গোল করেন। যেখানে রয়েছে দুটি হ্যাটট্রিকও। চলতি আসরে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে তার পাশে বসেন মেসি।
পরে সেমিফাইনালের ম্যাচে নামার আগে উত্তরসূরিকে অভিনন্দন জানিয়ে বাতিস্তুতা বলেন, সেমিফাইনালেই তাকে ছাড়িয়ে যাক মেসি। তার সেই চাওয়া পূর্ণ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
চলতি আসরে ৬ ম্যাচ থেকে মেসির গোল হলো ৫টি। আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপে খেলা মেসি ২৫ ম্যাচ থেকে গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১তে।