খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

বাড়িতে পুলিশী তল্লাশির প্রতিবাদে ফুলবাড়িগেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

দলীয় নেতা-কর্মীদের বাড়িতে গভীর রাতে পুলিশী তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খানজাহান আলী থানা ছাত্রদল। রবিবার (২৭ এপ্রিল) বিকালে ফুলবাড়িগেট থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দলের পরীক্ষিত নেতা, যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলায় যারা জেল খেটেছে আপনারা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে খুঁজেছেন। আমরা পথসভায় দাঁড়িয়ে আপনাদের কাছে জানতে চাই, তাদের অপরাধ কি? আপনারা কি সেই ফ্যাসিস্টের রেখে যাওয়া বাহিনীর জায়গা পূরণের দায়িত্ব নিয়েছেন?

পুলিশ বাহিনীর প্রতি প্রশ্ন রেখে বক্তারা বলেন, আপনারা এই অঞ্চলে যারা মাদক বিক্রেতা তাদেরকে গ্রেপ্তার করেন না! যারা অস্ত্রধারী, অসামাজিক কর্মকান্ডে লিপ্ত, তাদেরকে গ্রেপ্তার করেন না। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আজকের পর থেকে কখনও, কোন সময় সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত না করে আপনারা কখনও দলীয় নেতাকর্মীদের বাসায় হানা দিবেন না।

খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন হিটু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, স্থানীয় বিএনপি নেতা ইমদাদুল হক, থানা যুবদলনেতা আল মামুন জুয়েল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী, আলামিন হাওলাদার, রাসেল মাহমুদ, তৌহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, ইমদাদ মোড়ল, ছাত্রদল নেতা মামুনুর রশীদ মুন্না, সিয়াম হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!