যশোরের বাঘাপাড়ায় ভেজাল সার বিক্রির দায়ে পবিত্র সাহা নামে এক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নারিকেল বাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ শাস্তি দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের ভূপতি সাহার ছেলে পবিত্র সাহা ও প্রসিত সাহা দীর্ঘদিন নারিকেলবাড়িয়া বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল সার, কীটনাশক বিক্রি করছিলেন। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল সার, কীটনাশক বিক্রির অভিযোগের সত্যতা পান। এ অপরাধে পবিত্র সাহাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। অভিযানের খবর পেয়ে পবিত্র সাহার ভাই প্রসিত সাহা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। দোকানে ভেজাল সার থাকায় আদালত পবিত্র ও প্রসিত সাহার দোকান সিলগালা করে দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘দীর্ঘদিন নারিকেলবাড়িয়া বাজারে পবিত্র সাহা ও প্রসিত সাহা ভেজাল সার বিক্রি করে কৃষকদের প্রতারিত করছেন। এ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
খুলনা গেজেট/এনএম