খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাগেরহাটের ৪টি আসন ৩০ জনের থেকে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত প্রার্থী এবং ২ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ঋণ খেলাপির দায়ে দলীয় তিনজনের এবং সমর্থনকারিদের স্বাক্ষরের মিল না থাকায় ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়। সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ওই ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, বাগেরহাট ৪টি আসনে ৩০ জন প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয়। বাছাই করার সময় ঋণ খেলাপির দায়ে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী রবিউল, বাগেরহাট-২ আসনে ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, ৩ আসনের শেখ নিজাম উদ্দিন, ৪ আসনের মো. জামিল হোসেন ও ২ আসনে এস এম আজমল হোসেনের সমর্থকারিদের স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়। ৪ টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন।

বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!