বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরও আছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
তাতে সাবেক এমপি ও কাউন্সিলরসহ নয়জনকে গ্রেপ্তারের কথা বলা হলেও তাদের নাম পরিচয় এবং কবে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিস্তারিত পরে জানানো হবে।”
খুলনা গেজেট/এনএম