বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) ২৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জন করোনা আক্রান্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন এক জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৬জনের।
জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭১১ জন। সোমবার (০২ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২৬ জন, শরণখোলায় ১৫, মোল্লাহাটে ১৪, মোংলায় ৫, ফকিরহাটে ৫, কচুয়ায় ৩ এবং মোরেলগঞ্জে ২ জন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৪ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের। এই অবস্থায় বাগেরহাটবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এনএম