বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রমণের উর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণ হার ৪৬ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে বাগেরহাট সদরে ৫৬ জন, ফকিরহাটে ৩৭ জন, মোল্লাহাটে ১৯ জন, মোংলা ১৭ জন, শরণখোলায় ৯ জন, চিতলমারীতে ৬ জন, কচুয়ায় ৬ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ৪ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার ৪৬ শতাংশের উপরে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭৪ জন ও মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১৯ জনে। বর্তমানে বাগেরহাটে ৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম