খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

বাগেরহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২২ এপ্রিল) মোড়েলগঞ্জ থানাধীন এক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামি মো. হাসান শেখ (৪০) পাশখালি ৮নং ওয়ার্ডের মো. আদম শেখের ছেলে।

র‌্যাবের গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, নিহতের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক হয়। গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টার দিকে ভিক্টিম মহিউদ্দিন হাওলাদার মহারাজ জিউধরা বাজার থেকে বাড়ি ফেরার সময় জিউধরা ইউনিয়নের গোপাল চাঁদ বিদ্যালয়ের সামনে পৌছালে আসামিরা পূর্বপরিকল্পনা মোতাবেক কাঠের বাটাম ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভিক্টিমের পথ অবরোধ করে এবং মহিউদ্দিনকে তাদের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। আসামিরা মহিউদ্দিনের মৃত্যু নিশ্চিত করার জন্য ইট দিয়ে তার চোখ ও নাকে আঘাত করতে থাকে। ভিক্টিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভিকটিমের শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গত ১ মার্চ ভিক্টিমকে এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

পরবর্তীতে এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!