খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একদিনে ৭৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একদিনে ৭৭টি মামলায় ৭৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অর্থদন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার(২৭ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলার ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এর আগে লকডাউনের প্রথম চার দিনে ২৭৭ জনকে দুই লক্ষ ১৯ হাজার ৮৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাচ্ছি। এর ধারাবাহিতকায় মঙ্গলবার ৭৭ জনকে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি আমরা মানুষকে সচেতনও করছি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!